প্রাথমিক শিক্ষা শেষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণ থেকে অত্র এলাকার শিক্ষার্থীরা ছিল বঞ্চিত। হাতে গোনা কয়েক জন ছেলে দূর—দূরান্তের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার সুযোগ পেলেও মেয়েরা ছিল সে সুযোগ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। তাই মাধ্যমিক শিক্ষার প্রতি গুরুত্ব ও অত্র এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার পূর্বে সহনাটি ইউনিয়নের কেন্দ্রস্থলে গ্রামীন সুন্দর মনোরম পরিবেশে পাছার বাজার সংলগ্ন প্রত্যন্ত পাছার গ্রামে ১৯৮১ সালে বিশিষ্ট শিক্ষানুরাগী তৎকালীন ইউ.পি চেয়ারম্যান পরবতীর্তে জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম সরকার, জনাব আব্দুল গনি (প্রাত্তন চেয়ারম্যান), মফিজ উদ্দিন সরকার, ডা: মতিউর রহমান (হযরত আলী) এ ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গকে নিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় শিক্ষনুরাগী দানশীল, ব্যক্তিবর্গের সমন্বয়ে পাছার বাজারে এক আলোচনার মাধ্যমে বাবু প্রকাশ চন্দ্র দেবনাথ ২৭ শতাংশ ও সবুরের নেছা ১৩ শতাংশ জমি দান করেন। দানকৃত জমিটি পাওয়ার পর উক্ত সালেই গ্রামবাসীর নিকট হইতে বাঁশ সংগ্রহ করে ৬০ হাত লম্বা একটি টিনশেড গৃহ নির্মাণ করে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির পাঠ্য কার্যক্রম শুরু করা হয়। পরবর্তী সময়ে গ্রামের আরও দানশীল ব্যক্তিবর্গ বিদ্যালয়ে জমি দান করেন। সন্তোষ জনক পাঠ্য কার্যক্রমের ভিত্তিতে ১৯৮৪ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় ও এম.পি.ও ভূক্ত হয়। আশানুরূপ ফলাফলের ভিত্তিতে ১৯৮৭ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টিতে সহশিক্ষা কার্যক্রম সহ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাস চলমান রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০০০ এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা ১৬ জন। বিদ্যালয়ে পাকা ভবন ১টি, আধাপাকা ভবন ৪টি, টিনশেড গৃহ ১টি, সুসজ্জিত গ্রন্থাগার ১টি ও মেয়েদের জন্য আলাদা একটি আধাপাকা কমন রুম রয়েছে। সুপেয় পানীয় জল ও প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা রয়েছে। সুদক্ষ প্রধান শিক্ষক জনাব শাহ্ আরশাদুল হক সাহেবের সুষ্ঠু পরিচালনায় পাবলিক পরীক্ষার ফালফল সহ সার্বিক উন্নয়নের মাধ্যমে বিদ্যালয়টি দিন দিন উন্নতি লাভ করে চলেছে।
Total Students
Class- 6Total Students
Class- 6Total Students
Class- 6Total Students
Class- 7Total Students
Class- 7Total Students
Class- 8Total Students
Class- 8Total Students
Class- 9Total Students
Class- 9Total Students
Class- 9Total Students
Class- 10Total Students
Class- 10Total Students
Class- 10